বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

শাহীনের পছন্দ লাল ছেলের ধাতব নীল

শুক্রবার, জুন ৮, ২০১৮
শাহীনের পছন্দ লাল ছেলের ধাতব নীল

১. প্রিয় খাবার? 
তাহ্‌সীনা শাহীন: ডিম, মিষ্টি, চানাচুর ও আচার। 
ছেলে: রুটি ও মাংস। 

২. প্রিয় রং?
তাহ্‌সীনা শাহীন: লাল ও মেটে। 
ছেলে: ধাতব নীল ও ছাই। 

৩. ঈদের দিন কোন পোশাক পরতে ভালো লাগে?
তাহ্‌সীনা শাহীন: উপহার পাওয়া পোশাক।
ছেলে: মা আমার জন্য ঈদের সময় বিশেষ যে পোশাক বানিয়ে দেন সেটি। 

৪. ঈদের দিনের কোন খাবার খেতে পছন্দ? 
তাহ্‌সীনা শাহীন: মায়ের হাতের ইলিশ-খিচুড়ি আর লাচ্ছা সেমাই। 
ছেলে: দাদির রান্না করা প্যানকেক এবং সাগুদানার কাস্টার্ড। 

৫. কোন বই পড়তে ভালো লাগে ?
তাহ্‌সীনা শাহীন: গীতবিতান।
ছেলে: ডায়েরি অব আ উইমপি কিড। 

৬. প্রিয় লেখক ?
তাহ্‌সীনা শাহীন: রবীন্দ্রনাথ ঠাকুর। 
ছেলে: স্ট্যান লি।

৭. প্রিয় সিনেমা ?
তাহ্‌সীনা শাহীন: সত্যজিতের নায়ক এবং ঋতুপর্ণ ঘোষের নৌকাডুবি 
ছেলে: ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। 

৮. প্রিয় অভিনেতা ? 
তাহ্‌সীনা শাহীন: উত্তম কুমার, অপর্ণা সেন, আমির খান, পরমব্রত চট্টোপাধ্যায়। 
ছেলে: রবার্ট ডি নিরো। 

৯. কোথায় ঘুরতে যেতে ভালো লাগে ?
তাহ্‌সীনা শাহীন: পাহাড় ও সমুদ্রে।
ছেলে: যুক্তরাষ্ট্রে কাজিনদের বাসায়। 

১০. প্রিয় সংগীতশিল্পী ?
তাহ্‌সীনা শাহীন: সুবিনয় রায়, অজয় চক্রবর্তী। 
ছেলে: সিং নেই তবু নাম তার সিংহ গানের শিল্পী কিশোর কুমার। 

১১. সারা দিন কী করতে ইচ্ছে করে? 
তাহ্‌সীনা শাহীন: সারা দিন গান শুনতে আর ছবি আঁকতে ইচ্ছে করে। 
ছেলে: সাঁতার কাটতে, বন্ধুদের সঙ্গে খেলতে। 

১২. ভবিষ্যতে কী হতে চান ?
তাহ্‌সীনা শাহীন: একজন ভালো মা এবং পেইন্টার। 
ছেলে: গাড়ি ডিজাইনার হতে চাই। 

১৩. পরস্পরের যে দিক ভালো লাগে ?
তাহ্‌সীনা শাহীন: রাজকুমার ইংরেজি মাধ্যম স্কুলে ছোট থেকে পড়াশোনা করলেও বাড়িতে এবং আত্মীয়দের সঙ্গে সব সময় সুন্দরভাবে বাংলা ভাষায় কথা বলে। আর ওর রাজকুমারের রান্না ভালো লাগে। 
ছেলে: সব সময় আমার কাজে সমর্থন দেয়।
সাক্ষাৎকার: তারিকুর রহমান খান


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল