রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বহুল আলোচিত কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় একটি ইউনিয়নে একই সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দি¦তাকারী দুই সতিন আংগুর বেগম ও জাহানারা বেগম দুজনই পরাজিত হলেন।তাদের দুইজনের প্রতিযোগিতায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।কিন্তু গত ২৮ নভেম্বরের নির্বাচনে ফলাফলে তারা পরাজিত হন।
এ নির্বাচনে উপজেলার সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে তারা দুজন একইসাথে প্রতিদ্বন্দ্বিতা করেন।দুই সতিন সদর ইউনিয়নের চন্দ্রখানা বুদারবান্নি গ্রামের ফজলু মিয়া ফজু কসাইয়ের প্রথম ও তৃতীয় স্ত্রী।আংগুর বেগম কলম প্রতীক ও জাহানারা বেগম তালগাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।তবে স্বামী ফজলু মিয়া তার বড় স্ত্রী আংগুর বেগমের পরাজয়ের জন্য ছোট স্ত্রী জাহানারা বেগমকে দায়ী করেন।তিনি জানান,আমার প্রথম স্ত্রী আংগুর বেগম পেয়েছেন ১ হাজার ৭৮০ ভোট এবং ছোট স্ত্রী জাহানারা বেগম পেয়েছে ১ হাজার ৮ ভোট।
অন্যদিকে,তাদের দুজনের অপর প্রতিদ্বন্দ্বী বিজয়ী প্রার্থী আঞ্জুয়ারা বেগম পদ্মফূল প্রতীকে ২ হাজার ৯২৫ ভোট পেয়ে জয়ী হন। তিনি বলেন,আমার তৃতীয় স্ত্রীর সাথে আমার কোন বনিবনা নেই।তার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আমাদের পরিবার এমনকি এলাকাবাসীরও কোন সাপোর্ট ছিল না। কিন্তু সে ভোটে না দাঁড়ালে আমার বড় স্ত্রী আংগুর বেগম বিজয়ী হত।
সময় জার্নাল/এলআর