নিজস্ব প্রতিবেদক: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচনে নজরুল ইসলাম মিঠু সভাপতি ও নূরুল ইসলাম হাসিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি হয়েছেন ওসমান গনি বাবুল, যুগ্ম সম্পাদক পদে শাহনাজ শারমীন, অর্থ সম্পাদক পদে এস এম এ কালাম, সাংগঠনিক সম্পাদক পদে আবদুল্লাহ কাফি নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ ভবনের নসরুল হামিদ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ডিআরইউর ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট।
ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ ফলাফল ঘোষণা করেন।
ডিআরইউর বর্তমান সদস্য সংখ্যা এক হাজার ৮৭১ জন, এর মধ্যে ভোটার সংখ্যা ১৭২২ জন। নির্বাচনে মোট এক হাজার ৪৫৪ জন ভোট দিয়েছেন।
এমআই