ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
পুলিশের বিরুদ্ধে নির্যাতন হয়রানির অভিযোগ এনে পূনঃনির্বাচনের দাবি করেছেন নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত পরাজিত চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম জয়।
দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে জয় অভিযোগ করেন, বিএনপি প্রার্থীর সাথে আঁতাত করে লালপুর থানার ওসি ফজলুর রহমানের নির্দেশে পুলিশ আওয়ামী লীগ নেতা কর্মিদের ওপর নির্যাতন চালিয়েছে। নৌকার ব্যাজ খুলে নিয়েছে। বাড়ি বাড়ি ঢুকে পিটিয়েছে। রক্ষা পায়নি হিন্দু পূরোহিত নিরেন কর্মকারের বাড়ি।
তবে লালপুর থানার ওসি ফজলুর রহমান এসব অভিযোগ অস্বীকার করেছেন। গত ২৮ নভেম্বর নাটোরের লালপুর উপজেলার ঈম্বরদী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম জয় পরাজিত হন।নির্বাচিত হন বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ রঞ্জু।
সময় জার্নাল/এলআর