সময় জার্নাল প্রতিবেদক :
দেশের পণ্য বিক্রির প্রচলিত অপসংস্কৃতির বাইরে গিয়ে ২৪ মার্চ বুধবার থেকে পুরো রমজান মাস জুড়ে নিজ ফার্মে উৎপাদিত সকল পণের উপর বিশেষ ছাড় ঘোষণা করেছে রূপসী বাংলা এগ্রো’। নিজ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী তাজুল ইসলাম মুজাহিদ। পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।
সুপ্রিয়, সন্মানিত, নিরাপদ খাদ্য ভোক্তাগণ, ফার্মে প্রচুর কাজ থাকার কারনে ব্যস্ততা অবসর দেয় না। আসলে একই সাথে উৎপাদন, মার্কেটিং, সেলস খুবই কষ্টকর এবং সময় সাপেক্ষ কাজ। তাই আপনাদের সাথে যোগাযোগের গ্যাপ হয়ে যায়।
সামনে পবিত্র রমজান মাস। রমজান উপলক্ষে দেশের পণ্য বিক্রির প্রচলিত অপসংস্কৃতির বাইরে গিয়ে আমরা আগামীকাল ২৪ মার্চ থেকে পুরো রমজান জুড়ে আমাদের ফার্মে উৎপাদিত সকল পণের উপর বিশেষ ছাড় ঘোষণা করছি।
১) ১২ টা ড্রেসিং করা নিরাপদ কোয়েল পাখির পূর্ব মূল্য ৪৮০৳ । রমজানের মূল্য ৪২০৳ ।
২) আধা কেজি পাখির কলিজা গিলার পূর্ব মূল্য ১৫০৳ । রমজানের মূল্য ১৩০৳ ।
৩) ৪০টা (১বক্স) কোয়েল পাখির ডিমের পূর্বের মূল্য ১০০৳ । রমজানের মূল্য ৯০৳ ।
৪) প্রতি পিছ গাছ পাকা চিনি চাম্পা/বাংলা কলার পূর্ব মূল্য প্রতিটা ৬৳ । রমজানের মূল্য ৫৳ ।
ডেলিভারি চার্জঃ কুমিল্লা অঞ্চলে ৩০৳ । কুমিল্লার বাহিরের জেলায় ৮০৳ ।
রমজান মাসে যদি অন্যকোন আইটেম বা শাক সবজি থাকে তাহলে সেগুলোতেও ছাড় থাকবে, ইন শা আল্লাহ।
আগামী বুধবার বরুড়া, লাকসাম, কুমিল্লা শহর এবং শুক্রবারে চট্টগ্রাম, চাঁদপুর, হাজিগঞ্জ ও ঢাকায় ড্রেসিং করা নিরাপদ কোয়েল পাখি ডেলিভারি।
ফার্মঃ কুমিল্লা, চান্দিনা এবং লালমাই।
মোবাইল : ০১৮১৪৩৩৩২৫৫
সময় জার্নাল/ইএইচ