আন্তর্জাতিক ডেস্ক। করোনা মহামারি, পরিবেশ বিপর্যয় প্রতিনিয়ত মানুষকে দুর্ভিক্ষের কিনারে ঠেলে দিচ্ছে বলে হুশিয়ারি দিয়েছে জাতিসংঘ। সংস্থাটি এক বার্তায় জানিয়েছে, আগামী বছর বিশ্বব্যাপী কয়েকগুণ বেড়ে যাবে মানবিক সাহায্যের চাহিদা।
জাতিসংঘের মানবিক সংস্থা (ওসিএইচএ) এক সমীক্ষায় প্রকাশ করে বৃহস্পতিবারে ১৮৩ মিলিয়ন মানুষের জন্য প্রায় ৪১ বিলিয়ন ডলারের সাহায্যের আবেদন করেছেন। যা গত চার বছরের তুলনায় প্রায় ৩৫ বিলিয়ন ডলার বেশি।
এ প্রসঙ্গে ওসিএইচএ- এর প্রধান মার্টিন গ্রিফিথ বলেন, মানবিক সাহায্যের এত আবেদন আগে কখনও আসেনি। তিনি আরও বলেন, জলবায়ুর সংকট মূলত বিশ্বের প্রথম এবং দীর্ঘমেয়াদী সমস্যা। বিশ্বের বেশ কিছু দেশ যেমন, ইথিওপিয়া, আফগানিস্তান, মায়ানমার ইত্যাদির অবস্থা বেশ করুণ।
মার্টিন আরও বলেন, পরের বছরে সাহায্যের খাত চলতি বছরের চেয়ে ১৭ গুন বেশি বাড়বে। ২০১৫ সালে যা ছিল ৯৫% । আর ২০২২ -এ তা বেড়ে দাঁড়াবে আরও ২৫০%। অর্থাৎ, প্রতি ২৯ জনে একজনের আর্থিক সহায়তার দরকার পড়বে। আফগানিস্তান, সিরিয়া, ইয়েমেন, ইথিওপিয়া এবং সুদানের মূলত আকাশচুম্বী সাহায্য প্রয়োজন।
ওসিএইচএ এর রিপোর্ট অনুযায়ী, ২০৫০ সালে বৈশ্বিক উষ্ণতার কারণে প্রায় ২১৬ মিলিয়ন মানুষ গৃহহীন হয়ে পড়বে। জলবায়ুর পরিবর্তন ক্ষুধা, দারিদ্রের অন্যতম বড় কারণ। সূত্র: আল জাজিরা
সময় জার্নাল/আরইউ