আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ‘উদ্বেগজনক’ হারে বাড়ছে বলে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজের কর্মকর্তা ড. মিশেল গ্রুম জানিয়েছেন, গত দুই সপ্তাহে সংক্রমণের ‘সূচকীয় বৃদ্ধি’ হয়েছে। প্রথম দিকে দৈনিক সংক্রমণ গড় ছিল প্রায় ৩০০, গত সপ্তাহে তা হয় ১ হাজার এবং সর্বশেষ সেটি ৩ হাজার ৫০০ হয়েছে। বুধবার দক্ষিণ আফ্রিকায় ৮ হাজার ৫৬১ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, ‘বৃদ্ধির মাত্রা উদ্বেগজনক।’
এদিকে ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজ জানিয়েছে, গত মাসে যে সব ভাইরাসের জিনোমের ক্রম তৈরি হয়েছিল তার ৭৪ শতাংশ নতুন ভ্যারিয়েন্টের ছিল। দেশটির জনবহুল প্রদেশ গাউতেংয়ে ৮ নভেম্বর প্রথম ওমিক্রন শনাক্ত হয়।
সময় জার্নাল/এসএ