শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

৮১২৮ জন সিনিয়র স্টাফ নার্সের নিয়োগ সম্পন্ন

বৃহস্পতিবার, ডিসেম্বর ২, ২০২১
৮১২৮ জন সিনিয়র স্টাফ নার্সের নিয়োগ সম্পন্ন

সময় জার্নাল প্রতিবেদক :

সিনিয়র স্টাফ নার্স হিসেবে দেশের বিভিন্ন হাসপাতালে নিয়োগ পেলেন ৮১২৮ জন। বৃহস্পতিবার (২ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য বলা হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক জারিকৃত ০১-০৩-২০২০ খ্রি: তারিখের ৮০.০০.০০০০.৩০১.৭৩. ০০১.২০২০-৩২ নং নিয়োগ বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ২৬-১০-২০২১ খ্রি: তারিখের ৮০.০০.০০০০.৩০১ (গোপনীয়).১১.২৪৫৩.২০২১-২১৪ নং পত্রের সুপারিশক্রমে এবং স্বাস্থ্য অধিদপ্তরের ৩০/১১/২০২১ তারিখের স্বাঃঅধিঃ/হাসঃ/ মেঃবোর্ড/ সিনিয়র স্টাফ নার্স/২০২১/২৫৬৮নং স্মারকের সুপারিশের প্রেক্ষিতে এ প্রজ্ঞাপনের ৩ নং অনুচ্ছেদে বর্ণিত ৮১২৮ (আট হাজার একশত আটাশ) জন প্রার্থীকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীন ‘সিনিয়র স্টাফ নার্স’ পদে জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর ১০ম গ্রেডে ১৬০০০-৩৮৬৪০/বেতনক্রমে নিম্নবর্ণিত শর্তে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হলো।’

ক. প্রার্থী বাংলাদেশের নাগরিক না হলে অথবা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হলে অথবা বাংলাদেশের ডমিসাইলড (Domiciled) না হলে তাঁর এ সাময়িক নিয়োগ বাতিল হবে; 

খ. তিনি বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিবাহ করে থাকেন বা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রতিশ্রুতিবদ্ধ/অঙ্গীকারবদ্ধ হয়ে থাকেন, তাহলে তাঁর এ সাময়িক নিয়োগ বাতিল হবে; 

গ. যথাযথ এজেন্সি বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক দাখিলকৃত প্রতিবেদন সন্তোষজনক না হলে অথবা তাঁর বিষয়ে বিরূপ মন্তব্য থাকলে অথবা তাঁর কর্তৃক অসত্য তথ্য উপস্থাপিত হলে তাঁর এ সাময়িক নিয়োগ বাতিল হবে; 

ঘ. উপানুচ্ছেদ (ক), (খ) ও (গ) তে উল্লিখিত শর্ত পূরণ সাপেক্ষে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে তাঁর এ নিয়োগ নিয়মিত করা হবে; 

ঙ. তাঁকে সরকার কর্তৃক নির্ধারিত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং তাঁর চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকার যেরূপ স্থির করবে সেরূপ বিশেষায়িত (Specialized) হবে;

এর অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল