সময় জার্নাল রিপোর্ট: টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের (নৌকা) মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও এফবিসিসিআইয়ের পরিচালক খান আহমেদ শুভ।
শুক্রবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ও দলের সংসদীয় বোর্ডের যৌথ সভায় তার মনোনয়ন চূড়ান্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৬ নভেম্বর এই আসনের ৪ বারের সংসদ সদস্য এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।তার মৃত্যুতে আসনটি শূন্য হয়।
পরে ৩০ নভেম্বর নির্বাচন কমিশন আসনটিতে ১৬ জানুয়ারি ভোটের দিন রেখে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, বাছাই ২০ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৭ ডিসেম্বর। ১৬ জানুয়ারি ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সময় জার্নাল/আরইউ