সময় জার্নাল রিপোর্ট: আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ হানিফ আর নেই।
শনিবার বেলা ১১টা ১০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক হানিফ আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দুই ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সময় জার্নাল/আরইউ