মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:
সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রদলের আয়োজনে গতকাল শনিবার (৪ ডিসেম্বর) বিকাল ৪ টায় শহরের ইটাগাছা হাটের মোড় থেকে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মাওয়া চাইনিজের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিব, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সহ-সভাপতি মিলন হোসেন, যুগ্ন সম্পাদক মেহেদি হোসেন, সুমন হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ আবু রায়হান, দপ্তর সম্পাদক জাহাঙ্গির হোসেন পলাশ প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন নেতা। অথচ তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়া হচ্ছে না। এটা খুবই দুঃখ জনক। বক্তারা এ সময় বেগম খালেদা জিয়ার মুক্তি না দিলে এবং তাকে সুচিকিৎসার জন্য বিদেশে যেতে না দিলে সাতক্ষীরা থেকে সরকার পতনের বৃহৎ আন্দোলন শুরু করা হবে।
সময় জার্নাল/এলআর