সময় জার্নাল প্রতিবেদক :
আগামী ২৫ ডিসেম্বর ২০২১ইং তারিখে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) এর প্রাক্তন ছাত্র সমিতি বরিশালের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকার মাতুয়াইলের আই.সি.এম.এইচ-এ সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শেবাচিম প্রাক্তন ছাত্র সমিতি বরিশালের সাধারণ সম্পাদক ডা. মোঃ সিরাজুল ইসলাম প্রেরিত ও স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে সকল এসবিএমসিয়ানসদের উদ্দেশ্যে জানানো হয়েছে, সদস্য পদ নাবয়ন ও নতুন সদস্য পদ গ্রহণের শেষ তারিখ ১৫ ডিসেম্বর পর্যন্ত। নিবন্ধন ফি ৫০০ টাকা এবং জমাদানের শেষ তারিখ ২০ ডিসেম্বর পর্যন্ত।
সময় জার্নাল/ইএইচ