স্পোর্টস ডেস্ক : টানা বৃষ্টিতে গতকাল মাঠেই নামা হয়নি। আজ মঙ্গলবার টেস্টের চতুর্থ দিনের খেলা নিয়েও শঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত বৃষ্টি না হওয়ায় মাঠে গড়িয়েছে ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা। আর মাঠে নেমেই দিনের শুরুতে জোড়া সাফল্য পেয়েছে বাংলাদেশ।
আজকের দিনের দ্বিতীয় ওভারেই উইকেটে থিতু হয়ে যাওয়া আজহার আলীকে ফিরিয়ে দেন ইবাদত। এরপর থিতু হয়ে যাওয়া আরেক ব্যাটার বাবর আজমকে ফিরিয়ে দেন খালেদ আহমেদ। টেস্ট ক্যারিয়ারে এটাই তাঁর প্রথম উইকেট।
১৪৪ বল খেলা পাকিস্তানের সাবেক অধিনায়ক আজহার ৫৭ রানে ফিরে যান। ভাঙে ১২৩ রানের শক্ত জুটি। ইবাদতের বলটি অবশ্য উইকেট নেওয়ার মতো ছিল না। বাংলাদেশি পেসার শর্ট বল দেন। কিন্তু বলে তেমন গতি ছিল না। চার হজম করার মতোই ডেলিভারি ছিল। কিন্তু বেশি জোরে মারতে গিয়েই টাইমিংয়ে গড়বড় করেন আজহার। ব্যাটের ওপরের দিকে লেগে বল উঠে যায় আকাশে। ক্যাচ নিয়ে ফিরিয়ে দেন কিপার লিটন দাস।
এরপর ৭৬ রান করা বাবরকে এলবির ফাঁদে ফেলেন খালেদ। ২০১৮ সালে অভিষেক হওয়া খালেদ নিজের তৃতীয় টেস্টে এসে পেলেন প্রথম উইকেটের স্বাদ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সকাল ১০টা ৫০ মিনিটে চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে। এর আগে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ঢাকা টেস্টের টানা দুদিন ভেসে যায় বৃষ্টিতে। আজ মঙ্গলবার চতুর্থ দিনের খেলাও মাঠে গড়াতে বিলম্ব হয়। তবে, আশার ব্যাপার হলো, আজ সকাল থেকে বৃষ্টির প্রভাব কম।
এদিকে, আজ সকালেই ক্রিকেটাররা মাঠে এসে পৌঁছেছেন। খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে ৯টায়। কিন্তু আউটফিট ভেজা থাকায় নির্ধারিত সময়ে খেলা শুরু হতে দেরি হয়। আজ সবকিছু ঠিক থাকলে অন্তত ৮৬ ওভার খেলা চালানোর লক্ষ্য রয়েছে।
এর আগে গতকাল কোনো বল না গড়িয়েই পরিত্যক্ত হয় টেস্টের তৃতীয় দিনের খেলা। কাল সকাল থেকে বৃষ্টি দেখে খেলোয়াড়দের টিম হোটেলেই থাকার নির্দেশনা দেন ম্যাচ রেফারি। এদিন মাঠেই আসেননি সাকিব-মুমিনুলরা। টিম হোটেলে সময় কেটেছে পাকিস্তান দলেরও। শেষ পর্যন্ত দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
মেঘ-বৃষ্টির লুকোচুরিতে টেস্টের তৃতীয় দিনের খেলাও ভেসে গেছে। তৃতীয় দিন প্রথম সেশনে এক বলও মাঠে গড়ায়নি। লাঞ্চের পর শুরু হলেও আধা ঘণ্টার মাথায় ফের বৃষ্টি নামলে ড্রেসিংরুমে ফিরতে হয় ক্রিকেটারদের। এরপর দিনের বাকি অংশ কেটে যায় ড্রেসিংরুমেই। দীর্ঘ অপেক্ষার পরও দিনের বাকি অংশে আর খেলা সম্ভব হয়নি।
দ্বিতীয় দিন শেষে দুই উইকেটে স্কোরবোর্ডে ১৮৮ রান তুলেছে পাকিস্তান। ওই রান নিয়েই আজ চতুর্থ দিনের খেলা শুরু করেছে বাবর আজমের দল।
সময় জার্নাল/এসএ