আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা উদ্বাস্তুদের একটি অংশ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছে। মিয়ানমারে এ সংখ্যালঘু মুসলমান গোষ্ঠীর ওপর গণহত্যা ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমটিতে বিদ্বেষপূর্ণ বক্তব্যকে দায়ী করেছে তারা।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, নির্যাতিতদের বিরুদ্ধে সহিংসতা প্রচার করায় ফেসবুকের কাছে ১৫০ বিলিয়ন ডলার বা ১১৩ বিলিয়ন পাউন্ডের বেশি ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
২০১৭ সালে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে সামরিক দমন অভিযানের সময় আনুমানিক ১০ হাজার রোহিঙ্গা মুসলমানকে হত্যা করা হয়েছিল। এ সময় থেকে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে নতুন করে আশ্রয় নিতে থাকে।
তবে মেটা নামে পরিচিতি ফেসবুক তাৎক্ষণিকভাবে মামলার বিষয়ে মন্তব্য করেনি।
‘বছরের পর বছর ঘৃণামূলক ও বিপজ্জনক ভুল তথ্যের প্রচার’ করতে দেওয়ার অভিযোগ রয়েছে ফেসবুকের বিরুদ্ধে। সম্প্রতি প্রতিষ্ঠানটির সাবেক এক কর্মকর্তার ফাঁস করা তথ্যে বিষয়টি আবারও আলোচনায় আসে।
যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর জেলা আদালতে দায়ের করা অভিযোগে বলা হয়, ফেসবুক রোহিঙ্গাদের জীবনের বিনিময়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার ছোট দেশটিতে জনপ্রিয়তা তৈরি করতে আগ্রহী ছিল। শেষ পর্যন্ত মিয়ানমার থেকে ফেসবুক তেমন কিছু অর্জন করতে পারেনি। কিন্তু রোহিঙ্গাদের পরিণতি এর চেয়ে আর ভয়াবহ হতে পারে না।
সময় জার্নাল/এসএ