শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

ভারতকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন বাংলাদেশ যুব দল

মঙ্গলবার, ডিসেম্বর ৭, ২০২১
ভারতকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন বাংলাদেশ যুব দল

স্পোর্টস ডেস্ক: ভারতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মঙ্গলবার কোলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশের যুবারা ১৮১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারতের অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে। টুর্নামেন্টের অন্য দল ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দল।

ফাইনালের মঞ্চে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল। ব্যাট হাতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। দুই ওপেনার তানজিম হাসান সাকিব ও মাহফিজুল ইসলাম খালি হাতে আউট হন।
মিডল-অর্ডার ব্যাটাররাও বড় ইনিংস খেলতে ব্যর্থ হলে ২৫ দশমিক ১ ওভারে ১১৫ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। তবে অষ্টম উইকেটে ৯৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কা থেকে মুক্ত করেন দশ নম্বরে নামা বোলার আশিকুর জামান ও পাঁচ নম্বরে নামা ব্যাটার আইচ মোল্লা।

আইচ মোল্লা ৯১ বলে ৯৩ রান করেন। আশিকুর ৫৮ বলে ৫০ রান করেন। তারপরও ৪১ দশমিক ৪ ওভারে ২৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ।
 
জয়ের জন্য ২৩৫ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশ বোলারদের তোপের মুখে পড়ে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২১ দশমিক ৩ওভারে ৫৩ রানেই অলআউট হয় স্বাগতিকরা।
বাংলাদেশের নাইমুর রহমান নয়ন ১৬ রানে ৪টি, আশিকুর-মেহরব হাসান ২টি উইকেট নিয়েছেন। সাকিব নেন ১ উইকেট।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল