স্পোর্টস ডেস্ক:
২৫ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ তখন ধুঁকছে রীতিমতো। তখনই ক্রিজে এলেন লিটন দাস। আগের টেস্টের ফর্মটা প্রথম ইনিংসে টানতে না পারলেও সেটা টেনে এনেছিলেন আজ, দ্বিতীয় ইনিংসে। কিন্তু ফিফটির একটু আগে অনেকটা ধারার বিপরীতে গিয়েই যেন উইকেটটা বিলিয়ে দিয়ে এলেন তিনি। তাতে বাংলাদেশও পড়ে গেল দারুণ বিপদে।
মিরপুর টেস্টে আগের ইনিংসে আর দ্বিতীয় দফায় ব্যাটিং মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি ছিল ১৯ রানের। মুশফিকুর রহিমের সঙ্গে মিলে লিটন সেটা তো পেরিয়েছেনই, বাংলাদেশকে দেখাচ্ছিলেন টেস্ট বাঁচানোর স্বপ্নও। ১৫০ বলে ৭৩ রানের চমৎকার জুটিও দাঁড়িয়ে গিয়েছিল বেশ।
তবে এরপরই যেন ‘ব্রেইনফেড’ হলো তার। ইনিংসের ৩৪তম ওভার করতে আসা সাজিদ খানের খাটো লেংথের বলটাকে কী ভেবে যেন মারতে চাইলেন স্কয়ার লেগ দিয়ে উড়িয়ে। তাতে ব্যাটে বলে তো হলোই না, উল্টো তা গিয়ে জমা পড়ল ফাওয়াদ আলমের হাতে। ৯৮ রানের মাথায় বাংলাদেশ হারালো ৫ উইকেট। ইনিংস হার এড়াতে চাইলে বাংলাদেশের চাই আরও ১১৫ রান।
এমআই