ডা. সাঈদ এনাম :
৩৮ বছর বয়সী একজন ভদ্রমহিলা আসলেন। তিনি মাঝেমধ্যে তীব্র মাথাব্যথায় ভুগেন। তাঁর মাথা খানিকটা ভার ভার লাগে এবং মাথা ঘোরায় কখনো কখনো মনে হয় পৃথিবীটা ঘুরছে।
ইদানিং তার শরীর দুর্বল লাগছে বিশেষ করে শরীরের বাম পাশ। মেজাজ খিটখিটে থাকে প্রায় সময়। ঘুম একেবারে নাই বললেই চলে।
আর বিশেষ কিছু সমস্যা জানালেন না। তবে বললেন তার মাথার তালুতে মার্বেলের মতো ছোট একটি চাকা আছে। এটি প্রায় দুই বছর যাবৎ। আগে আরো ছোট ছিলো।
চাকাটি তার কোন সমস্যা করছে না। তাই তেমন গুরুত্ব দিয়ে এর কোন চিকিৎসা করানো হয়নি। কাউকে বলেন ও নি।
এক্সামিনেশনে দেখা গেলো এটি ফিক্সড, নন টেন্ডার, এবং স্কাল বোন এর নীচে।
তার প্রেশার হাই থাকে। এর জন্যে ঔষধ সেবন করেন। কিন্তু মাথাব্যথাটা প্রচন্ড রকমের হয় এবং ঘুম নেই বললেই চলে।
তাঁকে জরুরি ভিত্তিতে একটা সিটি স্ক্যান অব ব্রেইন করতে পরামর্শ দেওয়া হলো, যেহেতু মাথার তালুর টিউমার'টি হাড়ের নীচে।
তিনি সিটি স্ক্যান রিপোর্ট নিয়ে এসছেন। রিপোর্টে তাঁর ব্রেইন টিউমার ধরা পড়েছে।
তার পরবর্তী চিকিৎসা খুবই দ্রততায় করতে হবে।
লেখক : ডা. সাঈদ এনাম
(ডিএমসি কে-৫২, বিসিএস-২৪)
সহকারী অধ্যাপক সাইকিয়াট্রি
সিলেট মেডিকেল কলেজ।