লাবিন রহমান: গত মাসে প্রকাশিত একটি খবর দেখলাম। তা হচ্ছে, চীন এখন বিশ্বের সবচেয়ে ধনী দেশ। গত দুই দশকে বিশ্বে যে পরিমাণ সম্পদ বেড়েছে, তার প্রায় তিন ভাগের এক ভাগই চীনের।যুক্তরাষ্ট্রকে টপকে চীন এখন বিশ্বের সবচেয়ে ধনী দেশ।গবেষণাটি করেছে ম্যানেজমেন্ট কানসালটিং ফার্ম ম্যাককিনেসি অ্যান্ড কোম্পানির গবেষণা শাখা। গবেষণা প্রতিবেদনটি ম্যাককিনেসি অ্যান্ড কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
এদিকে, গত বৃহস্পতিবার আরো খবর নজর কাড়লো।২০২১ সালে ২৪ জন সাংবাদিক খুন হয়েছেন এবং কারাগারে গেছেন ২৯৩ জন। বিশ্বের পেশাগত দায়িত্ব পালনে ২০২১ সালে এতো সংখ্যক সাংবাদিক জেলে যাওয়ার ঘটনা নতুন রেকর্ড।সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এসব তথ্য জানিয়েছে।
সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা। তা আমরা কমবেশি জানি। আগের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড কেন হচ্ছে সে তর্কে যাব না।
এখানে যে বিষয়টির দিকে আলোকপাত করবো তা হচ্ছে, বর্তমানে চীনে ৫০ জন সাংবাদিককে কারাগারে বন্দি রাখা হয়েছে। চীনের পরে অবস্থানে মিয়ানমার। আরও ভয়ংকর যে মিয়ানমার এবং ইথিওপিয়া নির্মমভাবে সংবাদপত্রের স্বাধীনতার দরজা বন্ধ করে দিয়েছে।
চীন তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে পৃথিবী শাষন করার লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে। সেইসাথে চলেছে শোষন। এ কথা বলার অপেক্ষা রাখে না যে, মিয়ারমারের বড় শক্তিও চীন।
ছোটবেলায় আমার মত অনেকেই তাদের বাবা-মায়ের কাছে শুনেছেন বড়দের ফলো কর। বিশেষ করে পাড়ার মধ্যে যার পড়াশুনা, ইনকাম, স্বাস্থ্য ভালো তার মতো হতে বলেছেন। এই যদি হয় ভালো তাহলে আমি কি উপদেশ দেব আমার সন্তানদের।
শিক্ষা-দীক্ষা, মানবিকতা, মান-সম্মান, অর্থ উপার্জন, সুস্বাস্থ্য সকল কিছুই এখন শুধু ক্ষমতা অর্জনের অস্ত্র ।
সময় জার্নাল