গোলাম আজম খান, কক্সবাজার অফিস:
নিয়মিত জেনারেল ক্লাস করে মাত্র ৬ মাসে পুরো কোরআন মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছেন। তার নাম শাহেদুল মোস্তফা খান। সে কক্সবাজার তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র। তার পিতা সাংবাদিক ফরিদুল মোস্তফা খান, মাতা জীবন নাহার। এর আগে একই প্রতিষ্ঠান থেকে তার জেঠাতো ভাই ইয়াসিন আরফাত খান মাত্র ৮৬ দিনে পুরো কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করে।
বৃহস্পতিবার দুপুরে তানজীমুল উম্মাহ হিফজ মাদরাসা উদ্যোগে "হিফজ সমাপ্তি ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ৭ জনের শেষ সবক শুনার মাধ্যমে হিফয সম্পন্ন হয়। অত্র মাদ্রাসা থেকে এই বছর ৩৬ জন হিফয সম্পন্ন করে। মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ রিয়াদ হায়দারের সভাপতিত্বে প্রধান মেহমান তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান ডক্টর মীম আতিক উল্লাহ "কুরআনের হক্ব" সম্পর্কে আলোচনা করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আবুল মন্জুর, কারী ইয়াহিয়া মানিক,সাংবাদিক মোয়াজ্জেম হোসেন সাকিল, উপস্থিত ছিলেন, গোলাম আজম খান, আবু সায়েম মোহাম্মদ ফোরকান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন,হিফজ বিভাগের প্রধান আবদুল্লাহ আল মামুন।
সময় জার্নাল/এলআর