স্পোর্টস ডেস্ক: টেস্ট সিরিজ খেলতে শুক্রবার ভোরে নিউজিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পৌঁছানোর পরই সাত দিনের কোয়ারেন্টিনে চলে গেছেন মুমিনুলরা। করোনোভাইরাস নেগেটিভ হওয়ার পর শুরু হবে অনুশীলন।
বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানান, ‘ভোর ৫টার দিকে অকল্যান্ডে পৌঁছানোর পর বাংলাদেশ দল ক্রাইস্টচার্চে গেছে। সেখানেই হবে তাদের কোয়ারেন্টিন।’
দুই টেস্ট সিরিজ খেলবে টাইগাররা নিউজিল্যান্ডে। কিউইদের বিপক্ষে এর আগে তাদের দেশে তিন সংস্করণ মিলিয়ে ৩৩ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। নিউজিল্যান্ড যতটা না, তার চেয়ে বাংলাদেশের বড় প্রতিপক্ষ সেখানকার কন্ডিশন। প্রচণ্ড বাতাস আর শীতে লড়াইয়ের আগেই পিছিয়ে পড়ে সফরকারীরা। এবার সেই লড়াই করতে হবে দলের দুই নির্ভরযোগ্য ক্রিকেটার তামিম ও সাকিবকে ছাড়াই।
মিরপুর টেস্টের শেষ দিনে গত বুধবার গভীর রাতে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন মুমিনুল-মুশফিকরা। কোয়ারেন্টিন শেষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা। ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে শুরু হবে প্রথম টেস্ট। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
সময় জার্নাল/এলআর