নিজস্ব প্রতিনিধি: প্রাথমিকভাবে রাজধানী ও রাজধানীর বাইরে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থানে চালু হবে ফাইভ জি। এরমধ্যে রয়েছে জাতীয় সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়, গণভবন, বঙ্গভবন, শহীদ মিনার, ধানমন্ডি ৩২, সাভার জাতীয় স্মৃতিসৌধ এবং গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার মতো স্থান। ২০২৬ সাল নাগাদ যা ছড়িয়ে পড়বে দেশব্যাপী।
বিশেষজ্ঞরা বলছেন, ফাইভ জি চতুর্থ শিল্পবিপ্লবে অংশ। কয়েকদফা গতি পরীক্ষা শেষে ডিজিটাল বাংলাদেশ দিবসে পরীক্ষামূলকভাবে এটি চালু হচ্ছে।
হুয়াওয়ের পরিচালক এস.এম নাজমুল হাসান বলেন, একটা বিট আপনার ফোন থেকে নেটওয়ার্ক ঘুরে ফিরে আসতে সময় নিচ্ছে ৬০ মিলি সেকেন্ড। এমনিতে বিষয়টা শুনতে খুব কম মনে হয়। কিন্তু ফাইভ জিতে এটি আসবে ৫-১০ মিলি সেকেন্ডে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ফাইভ জির স্পিড হবে ২০ জিবিপিএস পর্যন্ত। বস্তুত যা সাধারণ ব্যবহারের জন্য প্রয়োজন হয় না।
সময় জার্নাল/এলআর