প্রথমবারের মতো কোনো সংবাদ মাধ্যম হিসেবে পৃথিবীর বাইরে প্রতিনিধি নিয়োগ করতে চলেছে রাশিয়ার বার্তা সংস্থা তাস। ওই সাংবাদিক মহাকাশ কেন্দ্রের জীবন ও কর্ম নিয়ে খবর পাঠাবে তাসের হেড অফিসে। পরে তাসের ওয়েবসাইটে এ সংক্রান্ত ছবি, খবর ও ভিডিও প্রকাশ করা হবে।
বার্তা সংস্থাটি জানিয়েছে, নভোচারি আলেকজান্ডার মিসুরকিনকে তাদের প্রতিনিধি হিসেবে নিয়োগ করা হয়েছে। সে হিসেবে আলেকজান্ডারই হতে যাচ্ছেন মহাকাশের প্রথম সাংবাদিক। এরই মধ্যে সয়ুজ এমএস ২০ যানে তিনি মহাকাশে পৌঁছেছেন। তার সঙ্গী হিসাবে আছেন জাপানি ধনকুবের ইয়াসাকু মায়েজাওয়া ও ইয়োজা হিরানা।
এর আগে রাশিয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র রসকসমসের সঙ্গে তাসের চুক্তি হয়। ১৭ নভেম্বর সম্পাদিত চুক্তির পর তাসের প্রধান নির্বাহী কর্মকর্তা সার্গেই মিখাইলভ বলেন, নভোচারীদের সহকর্মী হিসাবে পাওয়া তাসের কর্মীদের জন্য বড় সম্মানের বিষয়। রসকসমসের প্রধান দিমিত্রি রোগোজিন মনে করেন, মহাকাশে তাসের কার্যক্রম বিস্তৃত হওয়ার মাধ্যমে আরো অনেক মানুষ রাশিয়ার কার্যক্রম সম্পর্কে জানতে পারবে।
সময় জার্নাল/এলআর