ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউপি নির্বাচনে সুষ্ঠ পরিবেশ ও নিরাপত্তা দাবি করেছেন আওয়ামী লীগেরে বিদ্রাহী চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন।
দুপুরে চৌগ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে আলতাফ হোসেন অভিযোগ করেন, নৌকা প্রতীকের প্রার্থী জাহেদুল ইসলাম ভোলার সমর্থকদের বাধা, মারপিট ও হুমকির মুখে নির্বাচনী গণসংযোগ করতে পারছেননা তিনি।
এ অবস্থায় প্রশাসনের কাছে নিরাপত্তা সহ সুষ্ঠ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন।পুলিশ সুপার লিটন কুমার সাহা জনিয়েছেন,নির্বাচেনের সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে সম্ভব সব কিছু করা হবে।
সময় জার্নাল/এলআর