এহসান রানা , ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার ৫ম ধাপের চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৬ জন,সাধারন সদস্য পদে ১৩৭ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য ৪৪ পদে জন প্রার্থী শেষ দিন বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে আওয়ামীলীগ-৪,বিএনপি থেকে স্বতন্ত্র ২ জন, ওয়ার্কার্স পার্টি ১ জন এবং অন্যান্য-৯ জন প্রার্থী মনোননয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জাহাপুর ইউনিয়নে ৪ জন চেয়ারম্যান পদে মো. শহিদুল্লাহ(স্বতন্ত্র),আজাদ রহমান(স্বতন্ত্র), মোল্যা মো. ইছাহাক(স্বতন্ত্র), সামসুল ইসলাম বাচ্চু(আওয়ামীলীগ, রায়পুর ইউনিয়নে ৪জন চেয়ারম্যান পদে মো. মামুন খান(স্বতন্ত্র), জাকির হোসেন মিয়া,(স্বতন্ত্র), মো মোতালেব হোসেন মৃধা(আওয়ামীলীগ), মো. সিরাজুল ইসলাম(স্বতন্ত্র), বাগাট ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন মো. ইউসুফ আলী মোল্যা(স্বতন্ত্র), বিএনপি’র আব্দুর রহিম ফকির(স্বতন্ত্র),মো. মতিয়ার রহমান খান(আওয়ামীলীগ),কামারখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন উপজেলা বিএনপি’র সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান(স্বতন্ত্র), মো. লুৎফর রহমান(স্বতন্ত্র), মো. জাহিদুর রহমান বিশ্বাস(আওয়ামীলীগ),এসএম দাউদ(স্বতন্ত্র) প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। জাহাপুরে সাধারন সদস্য -২৫ জন,সংরক্ষিত-৯,রায়পুরে সাধারন -৩৭,সংরক্ষিত-১৩,বাগাটে সাধারন -১১,সংরক্ষিত-৯, কামারখালীতে সাধারন-১৩ জন, সংরক্ষিত-৯ জন প্রাথী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৫ জানুয়ারী মধুখালীর ৪ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সময় জার্নাল/এলআর