সর্বশেষ সংবাদ
সময় জার্নাল প্রতিবেদক :
গাফিলতির কারণে রোগীর মৃত্যুর দায়ে সরকারি চাকরি থেকে বরখাস্ত হলেন গাইনী বিশেষজ্ঞ ডা, মনজুরুল হক। বুধবার (৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ৪(৩)(ঘ) মোতাবেক তাঁকে বরখাস্তের আদেশ দেয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের শৃঙ্খলা অধিশাখা থেকে জারিকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে উপরোক্ত তথ্য বলা হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্যে বলা হয়েছে, কক্সবাজার সদর হাসপাতালে কর্মরত গাইনী বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মনজুরুল হক। এরআগে,নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত থাকা অবস্থায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই একটি বেসরকারি হাসপাতালে একজন প্রসূতির সিজার করেন। কিন্তু অপারেশনের আগে রোগীকে সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করেননি। প্রি-অ্যানেসথেটিক চেক-আপ করেননি। এবং নিজেই স্পাইনাল অ্যানেসথেসিয়া দিয়ে অপরেশন শুরু করেন। এভাবে চিকিৎসক মনজুরুল হকের গাফিলতির কারণে রোগি মারা যায়।
সময় জার্নাল/ইএইচ
এ বিভাগের আরো
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল