আব্দুল্লাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:
তিন সন্তান নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছেন নোয়াখালীর কোহিনুর বেগম । ভিটে বাড়ি ছাড়া হচ্ছে এই কোহিনুর । পাশাপাশি টাকার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে তার সন্তানের লেখাপড়া।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের রিকশা চালক মনির হোসেন। রিকশা চালিয়ে মনির কোন প্রকার সংসার পরিচালনা করে আসছিল। এরই মাঝে ২০২০ সালের আগষ্ট মাসে মনির হোসেন কান্সারে আক্রান্ত হয়ে মারা যায়।
এদিকে মনির হোসেন মৃত্যুর পর তার বাবা ঘর থেকে বের হয়ে যাবার জন্য চাপ সৃস্টি করে কহিনুর কে।এ নিয়ে একটি সালিশী বৈঠক বসে। উক্ত বৈঠকে কোহিনুরকে ১ বছরের মধ্যে ঘর ছেড়ে দেয়ার জন্য সময় বেধেঁ দেয়। নিদিষ্ট সময়ের মধ্যে ঘর চাড়তে হবে বলে মনিরের বাবা আগাম নোটিশ দিচ্ছে।
সম্প্রতি শ্বাসকষ্ট ( অ্যাজমা ) রোগে আক্রান্ত হয় কোহিনুর। এতে কাজ করতে পারছিলেন না তিনি। তিন শিশু ও অসহায় নারি তাকিয়ে আছে দেশের মানুষের দিকে বাসস্থান ও সন্তানদের লেখা পড়ার সাহায্যে এগিয়ে আসবেন কি স্বদয়বান ব্যক্তিরা।
সাহায্য পাঠানোর ঠিকানা- বিকাশ নম্বর কহিনুর বেগম- ০১৮৬২২৯১৬৪৭
ব্যাংক একাউন্ট নম্বর
আলী হোসেন সেভিং একাউন্ট নম্বর ২০৫০৭৭৭০২৪৫৫৭৬৭০৫
এজেন্ট ব্যাংকিং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নোয়াখালী।
সময় জার্নাল/এলআর