এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট-৪, মোড়েলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এ্যাড. আমিরুল আলম মিলনকে গণসংবর্ধনা দিয়েছেন পঞ্চকরণ ইউনিয়নবাসী।
শনিবার বেলা ১২টায় পঞ্চকরনের পাচগাঁও বাজার মাঠে আয়োজিত ইউনিয়নবাসীর আয়োজনে এ বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ৮ বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার।
প্রধান অতিথির বক্তাব্য রাখেন সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, জেলা পরিষদের সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, শরণখোলা উপজেলা আওয়ামী লীগ নেতা জগলুল হায়দারসহ বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কাউট জেলা কমিশনার মো. আসাদুল কবির।
অনুষ্ঠানের শুরুতেই প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মী, স্থানীয় সকল শ্রেনীপেশার মানুষ বর্নাঢ্য সাজে মিছিল শহকারে সভাস্থল কানায় কানায় পরিপূর্ন হয়ে যায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউটস, কুচকাওয়াজ জাতীয় সংগিত, দেশাত্মবোধক গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয়।
এ সময় প্রধান অতিথি এ্যাডভোকেট আমিরুল আলম মিলন বলেন, বিজয়ের মাসে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়নে প্রতিটি প্রকল্পই বাস্তবায়ন হচ্ছে। এক বছরের মধ্যে গ্রামের কোন কাঁদামাটির রাস্তা থাকবে না।
একই দিনে বিকেল ৫টায় পঞ্চকরনের নতুন বাজারে ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক খলিফার কার্যলয়ে স্থানীয় নেতৃর্বৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন খলিফা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদুল ইসলাম, সম্পাদক ইউপি সদস্য বেল্লাল আকন প্রমুখ। এসময় যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক খলিফা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন স্থানীয় সংসদ সদস্যকে।
সময় জার্নাল/আরইউ