নিজস্ব প্রতিবেদক। সময় জার্নাল : দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সকল ধরনের সেবা অনলাইনে প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের (ওএসএস) মাধ্যমে আরো পাঁচটি নতুন সেবা চালু করা হয়েছে।
রোববার (১২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিডা ভবনের সেমিনার কক্ষে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম এ সেবার উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, বিডা’র ওএসএস প্লাটফর্মে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ১টি, জাতীয় রাজস্ব বোর্ডের ১টি, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের ১টি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১টি এবং ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ১টি সেবাসহ মোট ৫টি সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ফলে বিডার ১৮টি সেবা এবং অন্যান্য ১৭টি প্রতিষ্ঠানের ৩৮টি সেবাসহ মোট ৫৬টি সেবা অনলাইন ওএসএসের মাধ্যমে প্রদান করা সম্ভব হবে।
বিডার নির্বাহী চেয়ারম্যান আরও বলেন, আমাদের ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার ১৫০টিরও বেশি সেবা প্রদান করা সম্ভব হবে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরসমূহের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/আরইউ