ইলিয়াস হোসেন :
স্বাধীনতার ৫০ বছরে এসে দেশে প্রথমবারের মত বেসরকারীভাবে চিকিৎসক পদক প্রদান করা হল। সোমবার সন্ধ্যায় রাজধানীর খিলক্ষেতে অবস্থিত লা-মেরিডিয়ান হোটেলে বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েল ফেয়ার ট্রাস্ট ও প্লাট ফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির যৌথ ১৪ জন চিকিৎসকসহ ১৯ ব্যাক্তি প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা, গুলশান আরা। অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল টিচার্স এন্ড ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. অহেদুজ্জামান, চিকিৎসক পদক প্রদান কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. রোকন উদ্দিন, প্লাট ফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির চেয়ারম্যান ডা.মোহিব নীরব।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চিকিৎসক পদক প্রদান কমিটির সদস্য সচিব ডা. মো: ফয়সাল বিন সালেহ।
পদক পেলেন যারা :
বেসিক এন্ড অ্যালায়েডে অধ্যাপক ডা. খন্দকার মানজারে শামীম, বেসিক এন্ড অ্যালায়েডে অধ্যাপক ডা. মো: নজরুল ইসলাম, মেডিসিন এন্ড অ্যালায়েডে অধ্যাপক ডা. আতিকুল ইসলাম, মেডিসিন এন্ড অ্যালায়েডে অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক, মেডিসিন এন্ড অ্যালায়েডে অধ্যাপক ডা, এ জেড এম মইদুল ইসলাম, সার্জারি এন্ড অ্যালায়েডে অধ্যাপক ডা. মো: খলিলুর রহমান, সার্জারি এন্ড অ্যালায়েডে অধ্যাপক ডা. মো: মাহবুবুর রহমান চৌধুরী, গাইনোকোলজি এন্ড অ্যালায়েডে অধ্যাপক ডা. মো: এ এইচ এম তৌহিদুল আনোয়ার চৌধুরী, গাইনোকোলজি এন্ড অ্যালায়েডে অধ্যাপক ডা. রাশিদা বেগম, পেডিয়াট্রিক্স এন্ড অ্যালায়েড অধ্যাপক ডা. এম কিউ কে তালুকদার।
চিকিৎসা গবেষণায় অধ্যাপক ডা. এম এ ফয়েজ, চিকিৎসা গবেষণায় অধ্যাপক ডা. তাহমিনা বানু, ডেন্টিস্ট্রি এন্ড অ্যালায়েডে অধ্যাপক ডা. মো: মতিউর রহমান মোল্লা, সমাজ সেবায় অধ্যাপক ডা. মো: মনির হোসেন।
সরকারি পরযায়ে হাসপাতাল বিভাগে পদক পেয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বেসরকারি পরযায়ে হাসপাতাল বিভাগে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল ।
সমাজ সেবা বিভাগে সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে হাইপারটেনশন এন্য রিসার্চ সেন্টার রংপুর ।
আইনজীবী হিসেবে চিকিৎসা ও সমাজ সেবায় অবদানের জন্য পদক পেয়েছেন জেড আই খান পান্না।
সাংবাদিক হিসেবে চিকিৎসা ও সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মোহসীন উল হাকীম।
সময় জার্নাল/ইএইচ