ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
শহীদ বুদ্ধিজীবী দিবসে নাটোরের শতবর্ষী ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির উদ্যোগে মোমবাতি হাতে মৌন মিছিল শেষে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্প মাল্য অর্পণ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় লাইব্রেরী মিলনায়তনে বুদ্ধিজীবীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনায় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
লাইব্রেরীর সহ সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, লাইব্রেরীর সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর অলোক মৈত্র, আব্দুর রাজ্জাক, সাংবাদিক রনেন রায় প্রমুখ।
পরে মোমবাতি হাতে একটি র্যালী লাইব্রেরী থেকে শুরু হয়ে শহর প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মুক্তিযোদ্ধা চত্ত্বরে গিয়ে শেষ হয়।
সময় জার্নাল/এলআর