নিজস্ব প্রতিবেদক। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার নতুন ভেরিয়্যান্ট বা ওমিক্রন ধরনটি ভয়ংকরভাবে সংক্রমণ ছড়ায়। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সর্তক থাকার পাশাপাশি সভা-সমাবেশ সীমিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার দুপুরে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ আহ্বান জানান।
জাহিদ মালেক বলেন, ‘মনে রাখতে হবে—করোনা কিন্তু এখনও যায়নি। নতুন নতুন রূপে আসছে এ করোনা। ভিন্ন রূপে, ভিন্ন ভাবে আসছে এ করোনা। তাই খুবই সতর্ক থাকতে হবে। ওমিক্রন একটি ভাইরাস (ভ্যারিয়্যান্ট), যেটা খুবই সংক্রমণ করে। বেশি লোক সংক্রমিত হলে হাসপাতালে প্রেসার (চাপ) বাড়বে। তাহলে আমাদের আবারও সমস্যা হতে পারে। তাই আগে থেকেই আমাদের সতর্ক হতে হবে। আমাদের অনুষ্ঠানগুলো বেপোরোয়াভাবে করলে হবে না। আমাদের অনুষ্ঠানগুলো সীমিত আকারে করা উচিত।’
সময় জার্নাল/আরইউ