মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

নৌকার বিরোধিতা, ২০ আ.লীগ নেতাকে বহিষ্কার

শুক্রবার, ডিসেম্বর ১৭, ২০২১
নৌকার বিরোধিতা, ২০ আ.লীগ নেতাকে বহিষ্কার

শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি:

আসন্ন চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায়  আ'লীগের ২০ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

২০ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মিলন সরকার। 

বহিষ্কৃত নেতা-কর্মীরা হলেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও নওদাবাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অশ্বিনী কুমার বসুনিয়া, উপদেষ্টা ও ভেলাগুড়ি ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মহির উদ্দিন, উপদেষ্টা ও সিংগীমারী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আলাউদ্দিন মিয়া, উপদেষ্টা ও ডাউয়াবাড়ি ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী রেজ্জাকুল ইসলাম কায়েদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিদ্রোহী প্রার্থী আঞ্জুমান আরা, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহেদুল ইসলাম সজীব, ডাউয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিদ্রোহী প্রার্থী দেলোয়ার রহমান, ভেলাগুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও বিদ্রোহী প্রার্থী ইবনে ওহাব আল মাহমুদ, গোতামারী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও বিদ্রোহী প্রার্থী মোনাব্বেরুল হক, ফকির পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী আজিজার রহমান, ফকিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী জাহিদ হোসেন, সিংগীমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সদস্য ও বিদ্রোহী প্রার্থী শাহ মমিনুল ইসলাম, বড়খাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সদস্য বিদ্রোহী প্রার্থী মেহেদি হাসান, বড়খাতা ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও বিদ্রোহী প্রার্থী সজল হোসেন, বড়খাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সদস্য ও বিদ্রোহী প্রার্থী মেহেদি হাসান, ফকির পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও বিদ্রোহী প্রার্থী ফজলার রহমান খোকন, ভেলাগুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও বিদ্রোহী প্রার্থী ইলিয়াস তালুকদার, সানিয়াজান ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও বিদ্রোহী প্রার্থী এনায়েত উল্লাহ, বড়খাতা ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও বিদ্রোহী প্রার্থী সজল হোসেন, ভেলাগুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক আনছার আলী, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য ও গড্ডিমারী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী শামসুল হুদা, নওদাবাস ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী রতন চক্রবর্তী। 

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মিলন সরকার বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারাই কাজ করবেন, তাদেরই বহিষ্কার করা হবে।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল