স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় এলচের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে শেষ মুহূর্তের গোলে জয় পেল বার্সেলোনা। এতে সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল বার্সা।
শনিবার ক্যাম্প ন্যুতে এলচেকে ২-৩ গোলে হারিয়েছে বার্সেলোনা।
দুর্দান্ত শুরুর ষোড়শ মিনিটে উসমান দেম্বেলের কর্নারে লাফিয়ে নেওয়া হেডে ঠিকানা খুঁজে নেন ফেররান হুতগ্লা। এর তিন মিনিট পর একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন গাভি।
সতীর্থের পাস নিয়ন্ত্রণের নেওয়ার মাঝেই সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের একজনকে এড়িয়ে দ্রুত এগিয়ে যান গাভি। আরেকজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকেই ডান পায়ের কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন ১৭ বছর বয়সী মিডফিল্ডার।
বিরতি থেকে ফিরে বার্সেলোনাকে হতভম্ব করে দেয় এলচে। মুহূর্তেই দিক হারিয়ে বসা স্বাগতিকরা পরপর দুই মিনিটে দুই গোল হজম করে বসে।
৬২তম মিনিটে ডি-বক্সে ঢুকে ডান পায়ের বুলেট গতির শটে গোলরক্ষককে পরাস্ত করেন মরেন্তো। বল নাগালের মধ্যে থাকলেও হাত বাড়ানোর সময়ই পাননি মার্ক-আন্ড্রে টের স্টেগেন। পরের মিনিটে ডান দিকের বাইলাইন থেকে দূরের পোস্টে দারুণ ক্রস বাড়ান প্রথম গোলদাতা। ফাঁকায় বল পেয়ে বিনা বাধায় হেডে স্কোরলাইন ২-২ করেন পেরে মিইয়া।
৭২তম মিনিটে হুতগ্লাকে তুলে গনসালেসকে নামান কোচ জাভি। ২৩ বছর বয়সী এই আর্জেন্টাইনই এনে দেন জয়সূচক গোল। ৮৫ মিনিটে ডি-বক্সে গাভির পাস ধরে জোরালো শটে দলকে উচ্ছ্বাসে ভাসান তিনি।
এ জয়ে লিগে ১৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।
সময় জার্নাল/এসএ