মো: মঈন উদ্দিন রায়হান। ময়মনসিংহ: ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো.ইকরামুল হক টিটু সেবার মানসিকতা নিজেদের প্রস্তুত করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানিয়েছেন বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা মিডওয়াইফারি নাসিংয়ে সদ্য অধ্যয়নরত শিক্ষার্থীদের।
রবিবার (১৯ ডিসেম্বর) ময়মনসিংহ নাসিং কলেজ আয়োজিত বিএসসি ইন নাসিং ১৩ ও ১৪ তম ব্যাচ এবং ডিপ্লোমা ইন মিডওয়েফারি ৮ম ও ৯ম ব্যাচ এর নবাগত ছাত্রছাত্রীদের নবীনবরণ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে মেয়র প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মো.ইকরামুল হক টিটু বলেন, করোনাকালীন সময়ে নিজেদের জীবন বাজি রেখে চিকিৎসকদের পাশাপাশি নার্সরা দিনরাত সেবা অব্যাহত রেখে উদারতার পরিচয় দিয়েছে। তাই যারা নতুন এ পেশায় নিজেকে প্রস্তুত করতে এসেছেন তাদের মানবিক হতে হবে। মানবিক মানুষ ছাড়া কোন ব্যক্তি অন্যের কাজে আসতে পারে না। মানুষকে সেবা করার মতো মহৎ কাজ আর কিছুই হতে পারে না।
নার্সিং কলেজের অধ্যক্ষ নাজম বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম কবীর, বিএমএ ময়মনসিংহ শাখার সভাপতি ডা.মতিউর রহমান, সাধারণ সম্পাদক ডা.তারা গোলন্দাজসহ অন্যরা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সময় জার্নাল/আরইউ