সময় জার্নাল প্রতিবেদক : ২০২১-২০২৩ মেয়াদে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন নিটল মোটরসের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ। রোববার ২৪ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়েছে বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন কমিটিতে এইচএসটিসি লিমিটেডের সিইও এম শোয়েব চৌধুরী এবং ইন্দোফিল বাংলাদেশের এমডি অভিষেক দাস সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কান্ট্রি হেড ড. প্রকাশ চাঁদ সাবু, কোয়ালিটি এন্টারপ্রাইজেরএমডি মো. আবদুল ওয়াহেদ, বাংলাদেশ সিস্টেম টেকনোলজির চেয়ারম্যান ও এমডি দেওয়ান সুলতান আহমেদ যথাক্রমে অনারারি সেক্রেটারি জেনারেল, অনারারি যুগ্ম মহাসচিব এবং অনারারি কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
সময় জার্নাল/এসএ