রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুড়িগ্রামের যাত্রাপুরে ব্যালট বাক্স ছিনতাই এর ঘটনায় সাবেক এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। রোববার(১৯ ডিসেম্বর) সন্ধার দিকে জেলা সদরের পুরাতন শহর থেকে তাকে আটক করা হয়।
সোমবার (২০ ডিসেম্বর) সকালে অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আটককৃত সাবেক ছাত্রলীগ নেতা মো: মাহাবুব সরকার কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক উপ-শিক্ষা গ্রন্থাগার বিষয়ক সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন।
পুলিশের দেয়া তথ্যমতে জানা যায়, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলা সদরের যাত্রাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঝুনকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং অফিসারসহ দায়িত্বরতরা ফেরার পথে ২৮ নভেম্বর রাতে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেদিন রাতেই ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ওই ইউনিয়নের নিকটতম পরাজিত চেয়ারম্যান পার্থী মোঃ শাহজামাল সরকারসহ অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে প্রধান আসামী হিসেবে সাবেক এই নেতা কে আটক করে পুলিশ।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাঁন মোঃ শাহরিয়ার বলেন, ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলার প্রধান আসামী মো: মাহবুব সরকারকে প্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনায় ওই ইউনিয়নের নির্বাচনী ফলাফল স্থগিত ঘোষণা করেছিলো নির্বাচন কমিশন। পরে নির্বাচনের ৪ দিন পর আ.লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ আব্দুল গফুরকে যাত্রাপুর ইউপির চেয়ারম্যান হিসেবে বিজয়ী ঘোষনা করে। এর এক সপ্তাহ না যেতেই সেই ঘোষনাও স্থগিত করে পুনরায় ব্যালট বাক্স ছিনতাই কেন্দ্র ভোট গ্রহনের ঘোষনা দেয় নির্বাচন কমিশন।
সময় জার্নাল/এলআর