এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে ‘অপরাজিতা নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে’ রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রূপান্তরের আয়োজনে মঙ্গলবার (২০ডিসেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের সভাপতিত্বে ও রুপান্তরের সদর উপজেলা সমন্বয়কারি শিল্পি আক্তারের সঞ্চলনায় রুপান্তরের জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় অন্যান্য দের মধ্যে বক্তৃতা করেন অধ্যক্ষ রবিন্দ্রনাথ মূখার্জী, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ মহিতুর রহমান পল্পন, বাগেরহাট পৌর সভার প্যানেল মেয়র তানিয়া খাতুন, পৌর কাউন্সিলর আসমা আজাদ, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট সেলিম আজাদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ বুলু, জেলা জাতীয় পাল্টির সহ- সভাপতি রুহুল আমিন হাওলাদার,রুপান্তরের প্রতিনিধি আলমগীর হোসেন মীরু, আতাবুর রহমান টিপু, ইউপি সদস্য এমেলি বেগম, আবেদা খাতুনসহ সহ সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও অপরাজিতা নারীরা।
আয়োজিত এ মতবিনিময় সভায় রাজনৈতিক নেতাদের কাছে রাজনৈতিক দলগুলোতে নারীদের প্রতিনিধিত্ব শতকরা ৩৩ ভাগ নিশ্চিতকরণের দাবী তুলে ধরেন অপরাজিতা নারীরা।
সময় জার্নাল/এলআর