নিজস্ব প্রতিবেদক।সময় জার্নাল : প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে রদবদল করেছে সরকার। চার সচিবের বদলিসহ সচিব পদে একজনকে ও রেক্টর পদে একজনকে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত আদেশে এসব তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেনকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলামকে কৃষি মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের সচিব ড. মোঃ হাওলাদার হোসেনকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।
সেতু বিভাগ ও নির্বাহী পরিচালক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ’র সচিব মোঃ আবু বকর সিদ্দীককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে।
এছাড়া, বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের বিপিএটিসি) রেক্টর মোঃ মঞ্জুর হোসেনকে সেতু বিভাগ ও নির্বাহী পরিচালক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ’র সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে এবং পরিকল্পনা কমিশন, সদস্য (সচিব) রমেন্দ্রনাথ বিশ্বাসকে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের বিপিএটিসি) রেক্টর পদে পদোন্নতি দেয়া হয়েছে।
সময় জার্নাল/আরইউ