মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের সভাপতি এম জাকারিয়ার পিতা, ধোড়করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মৌলভী আবদুর রউফ(৮২) সোমবার বিকেলে বার্ধক্যজনিত কারণে ঢাকার বাসায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
মঙ্গলবার সকালে চিওড়া ইউনিয়নের ধোড়করা স্কুল মাঠে প্রথম ও শাকতলা গ্রামে দ্বিতীয় নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নামাজে জানাযায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল হক, সহ-সাধারণ সম্পাদক কাজী শাহীন রেজা, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী, জেলা বিএনপির সদস্য হুমায়ন কবির পাটোয়ারী, পৌর বিএনপির সদস্য সচিব হারুন অর রশীদ মজুমদার, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হোসেন আহমেদ মজুমদার, আল মোস্তফা গ্রæপের চেয়ারম্যান মোস্তফা কামাল, চিওড়া ইউয়িনের বর্তমান চেয়ারম্যান একবারমুল হক, সাবেক চেয়ারম্যান আবু তাহের, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন মেম্বার, জাহাঙ্গীর হোসেন চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিতু, শিল্পবিষয়ক সম্পাদক ইমাম হোসেন মজুমদার রুবেল, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আবদুল মতিন, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি গোলাম ইসহাক, সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্লা, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন মামুন, উপজেলা কৃষকদলের সভাপতি হাসান শাহরিয়ার খাঁ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবুল হাসনাত মোঃ জোবায়ের, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ধোরকরা উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে যুবদল নেতা জাকারিয়ার পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা, পৌরসভা বিএনপির আহবায়ক জিএম তাহের পলাশীসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এমআই