বুধবার, ডিসেম্বর ২২, ২০২১
মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে চারটি হাফেজিয়া এতিমখানা ও মাদরাসার পাঁচ শতাধিক এতিম ছাত্র-ছাত্রীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছে ‘আম্বিয়া হক ফাউন্ডেশন’। খাবার খেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে এতিম ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ।
মাতা-পিতার নামে করা আম্বিয়া হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী ও দানবীর এমদাদুল হক কামাল।
বুধবার দুপুরে উপজেলার চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামে কামালের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিওড়া ইউপি চেয়ারম্যান একরামুল হক, বিশিষ্ট
রাজনীতিবীদ হুমায়ন কবির পাটোয়ারী, আবদুল মোতালেব খন্দকার লিটন, এয়াছিন ভুঁইয়া, কাজী মজিবুর রহমান, কাজী আবদুল মতিনসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ।
এরআগে কোরআন খতম, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, আম্বিয়া হক ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে সামাজিক ও মানবিক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।
এমআই