বুধবার, ডিসেম্বর ২২, ২০২১
নোয়াখালী প্রতিনিধি: আগামী ২৬ ডিসেম্বর নোয়াখালীর কবিরহাট উপজেলায় ৭টি ইউনিয়নে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে অবাধ নিরেপক্ষ সুষ্ঠু ভোট গ্রহণের দাবি ও নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মিদের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ৭টি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীরা।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ঘোষবাগ কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কবিরহাট পৌরসভার সাবেক মেয়র ও কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটু বলেন,নৌকার সাথে স্বতন্ত্র প্রার্থী তারা সবাই আওয়ামী লীগের লোক। এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে জনজোয়ারের দেখা দিয়েছে। প্রশাসন একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন বলে আশাবাদী। আচরণবিধি ভঙ্গের অনেক ঘটনা ঘটেছে। সরকার দলীয় লোকজন স্বতন্ত্র প্রার্থীদের বিভিন্ন ভাবে হয়রানি করছে।
তিনি আরও বলেন, বাটইয়া ইউপি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। ওবায়দুল কাদের সাহেবের কাছে অনুরোধ যাতে মানুষ স্বধীন ভাবে ভোটারদের ভোট প্রযোগ করতে পারেন। ভোট শেষে সবার নেতাই ওবায়দুল কাদের।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কবিরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান বলেন,এটা অবান্তর কথা। ওনার নাম পরিবর্তন হয়েছে । তাই যার বিরুদ্ধে যা ইচ্ছা তা বলে বেড়াবেন, এটা ওনার ব্যাপার। আর ঊনি সম্পর্কে আমার মামা হয়। আমি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজিনা।
সময় জার্নাল/এলআর