দুলাল বিশ্বাস,গোপালগঞ্জ : বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নারায়ণ চন্দ্র দাম (৪৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ মার্চ) দিবা গত রাত ১০টায় মুন্সীগঞ্জের মাওয়া ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারায়ণ চন্দ্র দাম গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামের নীল রতন দামের ছেলে। নিহত নারায়ণ চন্দ্র দামের পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে ঢাকা থেকে বাড়িতে ফেরার সময় মাওয়াঘাটে এসে তিনি হেঁটে ফেরিতে উঠতে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন।
গুরুতর অবস্থায় নারায়ণ চন্দ্র দাম’কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নারায়ণ চন্দ্র দামের মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস গভীর শোক প্রকাশ করে বলেন, নারায়ণ চন্দ্র দাম ছাত্রজীবন থেকেই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ছিলেন মুজিব আদর্শের একজন নিবেদিত কর্মী। তার মৃত্যুতে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমি তার শোকসমপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।গোপালগঞ্জ জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ডা: অসিত কুমার মল্লিক ও সাধারণ সম্পাদক মনিন্দ্রনাথ বাড়ৈ মনি বলেন নারায়ন চন্দ্র দাম একজন প্রগতিশীল যুব নেতৃত্বের অধিকারী ছিলেন। এলাকায় তার যথেষ্ট সুুনাম রয়েছে। জেলা পূজা উদ্্যাপন পরিষদের একজন ভালো নেতাও ছিলেন তিনি। ছোট বড় সবাই তাকে পছন্দ করতো। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
সময় জার্নাল/আরইউ