নিজস্ব প্রতিবেদক। জানিপপ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেছেন, বঙ্গবন্ধু সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ ছিলেন। আজ শনিবার (২৫ ডিসেম্বর) মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জানিপপ আয়োজিত বর্ষকালব্যপী জুম ওয়েবিনারে এ কথা বলেন তিনি।
প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও’র সভাপতিত্বে ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক মোঃ আবু সালেক খান,বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন রংপুর মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসাঃ আর্জিনা খানম ও ছোলমাইদ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আফরোজা বেগম নীলা।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত ছিলেন, অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ফেলো ড.তানভীর ফিত্তীণ আবীর এবং মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক দেওয়ান নুসরাত জাহান।
প্রধান অতিথির বক্তব্যে সালেক খান বলেন, বঙ্গবন্ধু ছিলেন সাহসে দৃঢ় এবং সংকল্পে অঙ্গীকারবদ্ধ।
ড.আবীর বলেন, বঙ্গবন্ধু চর্চা শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ করে রাখলে চলবেনা,আমাদের বাস্তব জীবনেও বঙ্গবন্ধু চর্চার প্রতিফলন ঘটাতে হবে।
দেওয়ান নুসরাত জাহান বলেন, বঙ্গবন্ধু আজীবন অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন।
আফরোজা বেগম নীলা বলেন,মানুষের সেবা করাই রাজনীতির লক্ষ্য হওয়া উচিত।বঙ্গবন্ধু আজীবন মানুষের সেবা করে গেছেন।
দিপু সিদ্দিকী বলেন,পৃথিবীর কোনো দেশেই জাতির পিতাকে নিয়ে বিতর্ক নেই। তেমনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক থাকতে পারে না। এ ব্যাপারে কোনো আপস চলে না।
সভায় সূচনা বক্তব্য দেন দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব গোলাম মুর্শিদ অর্ণব।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন নীলফামারীর জলঢাকা থেকে পিএইচডি গবেষক ফাতেমা তুজ-জোহরা লিমা, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক দিপু সিদ্দিকী, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক রফিকুল ইসলাম রলি। এছাড়াও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে সংযুক্ত ছিলেন সোনালী ব্যাংকের কর্মকর্তা ইএন রুমা ।
সময় জার্নাল/আরইউ