লালমনিরহাট প্রতিনিধি:
সময় যত যাচ্ছে ভোটার উপস্থিতি তত কমতে শুরু করছে। সকালের দিকে বেশির ভাগ ভোট সেন্টারে মহিলাদের সাথে পুরুষ ভোটাদের উপস্থিতি ছিলো চোখে পরার মত।
আজ সকালে ৮টায় ভোট গ্রহন শুরু হলে সকালে ভোটার উপস্থিতি ছিলো চোখে পরার মত তবে দুপুরের পর থেকে ভোটার উপস্থিতি কমতে শুরু করছে।
এদিকে গড্ডিমারী ইউনিয়নে জাল ভোট করার সহযোগীতা করায়
২ জন প্রিজাইডিং অফিসার প্রত্যাহার ও নৌকার ২ এজেন্টসহ ৩ জন আটক করেছেন। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন সত্যতা নিশ্চিত করেন
উল্লেখ্য, হাতীবান্ধা উপজেলায় ১২টি ইউনিয়নে ১৫৬টি পদের বিপরীতে চেয়ারম্যান পদে ৭৩ জনসহ প্রায় ৬ শত জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করছেন। নির্বাচন সুষ্ঠ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশন।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন জানান, ১২ টি ইউনিয়নে ১১০টি কেন্দ্রে ৫৩২টি বুথে ১ লক্ষ ৮৪ হাজার ৮ শত ৫ জন ভোটার তাদের ভোটাধিক প্রয়োগ করবেন। নির্বাচন সুষ্ঠ করতে ১৩ জন ম্যাজিস্ট্রেটসহ বিজিবি, র্যাব, পুলিশ, আনসারদের সমন্বয়ে ৪ স্থরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। চেয়ারম্যান, মহিলা সদস্যা ও সাধারণ সদস্য পদের ১৫৬জনের বিপরীতে চেয়ারম্যান পদে ৭৩ জনসহ প্রায় ৬ শত জন প্রার্থী নির্বাচন করছেন।
সময় জার্নাল/ইএইচ