আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্য-ভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্ট ইয়েমেনের এক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। সোমবার রাজধানী রিয়াদে এই কার্যকর করা হয়েছে বলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ওই ব্যক্তি আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনায় অভিযুক্ত ছিলেন।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনের নাগরিক মোহাম্মদ আল-সাদ্দাম সন্ত্রাসী সংগঠন দায়েশের (আইএসের স্থানীয় পরিচয়) নির্দেশনা অনুযায়ী জনসমাগমপূর্ণ এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন।
বিবৃতিতে বলা হয়েছে, ওই ব্যক্তি আইএসের প্রতি আনুগত্যের অঙ্গীকার এবং বিস্ফোরক বেল্ট ব্যবহার করে আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিলেন। তবে কোন ঘটনায় এবং কখন তাকে গ্রেফতার করা হয়েছিল সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। সূত্র : এএফপি, এনডিটিভি , আল-আরাবিয়া
সময় জার্নাল/এসএ