আন্তর্জাতিক ডেস্ক। করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৮ হাজার ৮১০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ হাজার ৫২৩ জন।
বুধবার (২৯ ডিসেম্বর) আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।
আগের দিন মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১ হাজার ৩৪৫ জন এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ৫৩১ জনের।
ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যমতে, বিশ্ব এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ৩১ লাখ ৫৯ হাজার ২৮১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৪ লাখ ৩০ হাজার ৩১৪ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৩ লাখ ৯ হাজার ৭৭০ জন এবং মৃত্যু ১ হাজার ৭৯৯ জনের। রাশিয়ায় মৃত্যু ৯৩৫ জন এবং আক্রান্ত ২১ হাজার ৯২২ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ১ লাখ ২৯ হাজার ৪৭১ জন এবং মৃত্যু ১৮ জন। জার্মানিতে আক্রান্ত ৩০ হাজার ৯৭৮ জন এবং মৃত্যু ৪৪৮ জন। ব্রাজিলে আক্রান্ত ৮ হাজার ৪৩০ জন এবং মৃত্যু ১৪৮ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় তুরস্কে ১৮৪ জন, ইতালিতে ১৭৫ জন, ইরানে ৪০ জন, ভিয়েতনামে ২১৪ জন, মেক্সিকোতে ৪২ জন এবং পোল্যান্ডে ৫৪৯ জন মারা গেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
সময় জার্নাল/আরইউ