শাহিনুর ইসলাম প্রান্ত,লালমনিরহাট প্রতিনিধি:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র লালমনিরহাট জেলা কমিটির সভাপতি ও বাংলা নিউজের জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগরকে জবাই করে হত্যার হুমকীর ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র কেন্দ্রীয় কমিটি।
বুধবার (২৯ ডিসেম্বর) সকালে সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম পাইলট ও সাধারন সম্পাদক আহম্মেদ আবু জাফর এক যুক্ত বিবৃতিতে লালমনিরহাটে সাংবাদিক খোরশেদ আলম সাগরকে জবাই করে হত্যার হুমকীর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন। তারা অবিলম্বে ওই হুমকীদাতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
অপর দিকে লালমনিরহাট জেলা কমিটির সাধারন সম্পাদক আসাদুজ্জামান সাজু সংগঠনের পক্ষে এক বিবৃতিতে সাংবাদিক সাগরকে হত্যার হুমকীর ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের শুভ দৃষ্টি কামনা করছেন।
উল্লেখ্য, আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক খোরশেদ আলম সাগরকে জবাই করে হত্যার হুমকী দিয়েছেন ওই প্রতিষ্ঠানের প্রধান অফিস সহকারী মাহাবুব আলম লিকু এমন অভিযোগে সাংবাদিক সাগর নিজের নিরাপত্তা চেয়ে আদিতমারী থানায় একটি সাধারন ডায়রী করেছেন।
সময় জার্নাল/এলআর