সময় জার্নাল প্রতিবেদক :
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আ ন ম ইমরান হোসেন বলেন, ‘হলি ফ্যামিলি মেডিকেল কলেজের এক শিক্ষার্থী যৌন হয়রানির করার অভিযোগ করেছেন একই প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। এ অভিযোগে ওই ছাত্রী একটি মামলাও করেছেন। এ অভিযোগে চিকিৎসককে গ্রেপ্তার করেছে র্যাব।’
আ ন ম ইমরান হোসেন জানান, এ বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে পরে আরও তথ্য জানানো হবে।
এ বিষয়ে ওই ছাত্রী গণমাধ্যকে বলেন, ‘প্রথমে আমি জিডি করি উত্তরা পশ্চিম থানায়। তাতে কাজ না হওয়ায়, গতকাল মামলা করি রমনা থানায়। আমার মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরী গত বছরের ৯ সেপ্টেম্বর মেসেঞ্জারে আমাকে বিভিন্ন কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় আমাকে এক শিক্ষাবর্ষে অনেক বছর আটকে রাখবে বলে হুমকি দেন। এরপর কলেজে বিভিন্নভাবে ডেকে আমাকে তাঁর দেওয়া মেসেজ ফোন থেকে মুছে দিতে আর তাঁর সঙ্গে আলাদাভাবে দেখা করতে বলেন।’
ওই শিক্ষার্থী আরও বলেন, ‘এর আগে তিনি (ডা. সালাউদ্দিন চৌধুরী) আমাকে কলেজে প্রাইভেট পড়াবেন বলে দুই দফায় বিশ হাজার টাকা নেন। কিন্তু, পড়াননি। পড়ার জন্য বারবার আমাকে তাঁর বাসায় যেতে বলেন, যাতে আমি কখনোই রাজি হইনি। এতে তিনি আরও ক্ষিপ্ত হয়ে যান। আমি আমার এবং আমার পরিবারের মান-সম্মানের ভয়ে এতদিন কোনো পদক্ষেপ নিতে পারিনি। কিন্তু, দিনে দিনে অবস্থা এতই খারাপ হয় যে, আমার কলেজে পড়ালেখা চরম হুমকির সম্মুখীন হচ্ছে। এখন তিনি অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে আমাকে ভয় দেখাচ্ছেন।’
সময় জার্নাল/ইএইচ