বুধবার, ডিসেম্বর ২৯, ২০২১
সময় জার্নাল প্রতিবেদক : মুজিব শতবর্ষ উপলক্ষে জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ (জানিপপ) কর্তৃক আয়োজিত বর্ষকালব্যপী জুম ওয়েবিনারে আলোচনা সভার ১৫০তম পর্ব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ ডিসেম্বর) জানিপপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বিএনসিসিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন রংপুর মহিলা আওয়ামী লীগের সভাপতি আর্জিনা খানম। বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক রফিকুল ইসলাম রলি।
সভায় গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত ছিলেন ইউএন ডিজএ্যাবিলিটি রাইটস্ চ্যাম্পিয়ন আবদুস সাত্তার দুলাল এবং মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন অস্ট্রেলিয়া থেকে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ফেলো ড. তানভীর ফিত্তীণ আবীর।
সভাপতির বক্তব্যে ড. কলিমউল্লাহ বলেন, বঙ্গবন্ধু সব সময় নির্বাচনের মাধ্যমে ক্ষমতার রদবদলে বিশ্বাসী ছিলেন।
আর্জিনা খানম বলেন, বঙ্গবন্ধু গণ-মানুষের অধিকার আদায়ে সচেষ্ট ছিলেন।
আবদুস সাত্তার দুলাল বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য দুর্নীতি রোধে রাজনীতিবিদদেরকে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূরীকরণে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন ড. আবীর।
সালেক খান বলেন, বঙ্গবন্ধু তাঁর আত্মবিশ্বাস থেকে উপলব্ধি করেছিলেন যে ৬-দফা বাঙালির মুক্তির সনদ, তেমনি বাঙালির প্রতি আস্থা রেখেই তিনি ৬-দফা প্রশ্নে সামরিক শাসক জেনারেল আইয়ুব খানকে তা যাচাই করতে গণভোটের আয়োজনের আহবান জানিয়েছিলেন।
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বর্ষকালব্যপী জুম ওয়েবিনারে আলোচনা সভার ১৫০তম পর্ব সফলভাবে সমাপন করার জন্য জানিপপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে অভিনন্দন ও শ্রদ্ধা জানান দিপু সিদ্দিকী।
সভায় সূচনা বক্তব্য প্রদান করেন দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ অর্ণব।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক মো. আবু সালেক খান, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক দিপু সিদ্দিকী, উত্তর কুমিল্লা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মো. জাকির হোসেন আজাদ।
এছাড়াও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে সংযুক্ত ছিলেন সোনালী ব্যাংকের কর্মকর্তা ইএন রুমা।
সময় জার্নাল/এসএ