বুধবার, ডিসেম্বর ২৯, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব জুড়ে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ হাজার ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শানাক্ত হয়েছে ১৫ লাখ ৯৪ হাজার ৯৯৬ জন।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ৪৯ লাখ ৬ হাজার ১৪৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৪ লাখ ৩৮ হাজার ৬০৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ কোটি ২৪ লাখ ১৪ হাজার ৭০৯ জন।
এদিকে ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৫ হাজার ৬৭০ জন এবং মারা গেছেন ১ হাজার ৭৭৭ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১২৮ জন এবং মৃত্যু ১৪৭ জনের। ফ্রান্সে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৮ হাজার ৯৯ জন। ভারতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৮৫ জন।
প্রসঙ্গত, গতকাল বিশ্ব জুড়ে করোনায় আক্রান্ত হয়েছে মৃত্যু বরণ করেছে ৬ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২ লাখ। একদিনের ব্যবধানে মৃত্যু বেড়েছে ১ হাজারের উপরে। অপর দিকে আক্রান্ত বেড়েছে প্রায় ৪ লাখ।
সময় জার্নাল/এসএ